Read Time:1 Minute, 13 Second
করোনা আবহে খুশির খবর বাঙালীর হেঁসেলে ।
সপ্তাহখানের মধ্যেই বাঙালির পাতে পড়তে চলছে পদ্মার ইলিশ। কারণ ভারতে ইলিশ রফতানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল সেখ হাসিনার সরকার। ২০১২ সালে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে এবার এ রাজ্যে ইলিশ রফতানির জন্য বিশেষ অনুমতি দিল সে দেশের সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে ঢুকতে শুরু করবে মোট ১৪৫০ টন ইলিশ। সারা বছর পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকে এরাজ্যের ইলিশপ্রেমীরা।স্বাদে ও ওজনে দুটোই এপারের বাঙালীকে বরাবর টানে পদ্মার ইলিশ। এবার সেই ইলিশই পাতে পড়তে চলছে বাঙালীর। তবে ১২ অক্টোবর থেকে ফের রফতানিতে নিষেধাজ্ঞা জারি হবে বলে জানা যাচ্ছে।
