ভোটের আগে জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বর্ধমানের কালনাতে জনসভা করেছেন, আর আজ জনসভা করছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে। আর সেখানেই নিজের বক্তব্যের মধ্যে বারবার বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
তিনি বলেছেন বিজেপি নেতাদের ভোটের আগেই কেবলমাত্র বাংলার কথা মনে পরে। সারাবছর যে বাংলাকে কিছু দেওয়া হয় না সেই বাংলার কৃষকদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে। গত কয়েক দিনে বিজেপি শীর্ষ নেতাদেরও আগমন ঘটেছে রাজ্যে। তার মধ্যে একটি প্রধান কর্মসূচি ছিল পরিবর্তন যাত্রা। এর ফলে আজ ফের তৃণমূলের কটাক্ষের সামনে এলো বিজেপির শীর্ষ নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , আগে দেবতারা আসতেন রথে চড়ে ,এখন দেবতারা গিয়ে বিজেপির নেতারা এসেছেন। পাশাপাশি বলেন , রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। জগন্নাথ দেবের রথ যাত্রাকে কালিমা লিপ্ত করেছেন বিজেপির নেতারা।
আজকের এই সভাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন , ” বাংলার কৃষকরা তার সম্পদ, বাংলা শ্রমিকরা তার গৌরব” । পাশাপাশি অন্যান্য রাজ্যের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন উত্তরপ্রদেশ, হরিয়ানা ,পাঞ্জাব সমস্ত রাজ্যের কৃষকদের চোখে জল । কিন্তু কোনভাবেই বাংলার কৃষকদের চোখের জল আনতে দেবেন না তিনি। কোনভাবেই বিজেপিকে লুট করতে দেবেন না বাংলার ভোট। এমনকি সাধারণ মানুষের উদ্দেশ্যেও অনুরোধ জানান তাকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য।