নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সদ্য দলে যোগ দিয়েই বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বাঁকুড়ার তৃণমূল কর্মী-সমর্থকরা সায়ন্তিকাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। শুক্রবার প্রার্থী ঘোষণার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। তাঁদের মতে, দলের স্লোগান যেমন বাংলা তারা মেয়ে মমতাকেই চায়, তেমনি বাঁকুড়ার মানুষ, বলছে বহিরাগত নয়, ভূমিপুত্রকেই প্রার্থী চায়। এই স্লোগানকে সামনে রেখে প্রার্থী এমএলএ অফিসের সামনে বিক্ষোভ দেখায় বর্তমান বিধায়ক শম্পা দরিপার অনুগামী ও তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিনেত্রীকে বহিরাগত তকমা দিয়ে প্রার্থী মানতে নারাজ তাঁরা।
এদিকে, মনক্ষুন্ন হয়েছেন শম্পা দরিপাও। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, প্রার্থী হওয়ার ব্যাপারে একপ্রকার নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু কেন এবং কীভাবে এসব হল তা কিছুই বুঝতে পারছেন না তিনি। তাঁর কথায়, তিনি যে প্রার্থী হচ্ছেন, সেসম্পর্কে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একপ্রস্ত কথাও হয়েছিল। তাঁর অভিযোগ, এর আগেও তাঁর সঙ্গে দল এভাবে প্রতারণা করেছেন। চেয়ারম্যান করা হবে বলেও করা হয়নি বলেই দাবি তাঁর। এমনকি লোকসভা ভোটেও তাঁকে টিকিট দেওয়া হয়নি বলেই জানিয়েছেন তিনি। শম্পা দরিপার মতে, বাঁকুড়ার মানুষ কী চায়, তা তিনি রন্ধ্রে রন্ধ্রে বোঝেন। সেখানে বহিরাগত প্রার্থী যে কিনা বন্দেমাতরম ধ্বনি কোনও দিন দেননি, তিনি কি করে প্রার্থী হবেন। এ প্রশ্নও তুলেছেন শম্পাদেবী।