Read Time:1 Minute, 0 Second
করোনা পরিস্থিতিতে বাইরে বিদেশ ফেরত যাত্রীদের জন্য দেশে প্রবেশের নতুন গাইডলাইন বেঁধে দিল কেন্দ্র । আগের গাইডলাইনের সঙ্গেই বেঁধে দেওয়া হয়েছে আরও কয়েকটি নিয়ম।৩১ অগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক ভ্রমণকারীকে ভ্রমণের অন্ততপক্ষে ৭২ ঘন্টা আগে newdelhiairport.in ওয়েবসাইটে নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সাবমিট করতে হবে। এবং তাদেরকে ওই ওয়েবসাইটে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার একটি প্রতিশ্রুতি দিতে হবে । প্রথম ৭ দিন থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইনে, তারপর আরও ৭ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে ।
