বড়সড় সাইবার হানার কবলে গোটা ইউক্রেন । বন্ধ এটিএম থেকে ব্যাঙ্ক, বন্ধ সমস্ত রকমের কাজকর্ম । মোবাইলে নেট থাকা সত্বেও করা যাচ্ছেনা কিছুই । এমনকি বন্ধ সরকারী প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটও । এমন ঘটনাই ঘটল ইউক্রেনে । সব চেয়ে বড় সাইবার ক্রাইমের ঘটনা ঘটন ইউক্রেনে । ইউক্রেনের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও হানা হয়েছে। ফলে কোনও ভাবেই তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেনা না কেউ। এই ধরনের সাইবার হানাকে পরিভাষায় বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’। সে দেশের তরফে জানানো হয়েছে এই সাইবার হানার জন্যে তারা সন্দেহ করছে রাশিয়াকে । কারন এর আগেও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে এই ধরনের না হলেও সাইবার হানা চালানো হয়েছে । এছাড়াও সীমান্তে উত্তেজনার জন্যে হামলার আশঙ্কাতেও রয়েছে ইউক্রেন । যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, তাদের বাহিনী ইউক্রেন সীমান্ত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক বাহিনীর কত অংশ সরছে তার হিসেব দেয়নি পুতিন সরকার। এই ঘটনায় যুদ্ধের উত্তেজনা খানিকটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউক্রেনে এমন সাইবার হানা ফের একবার উত্তেজনার পারদ চড়াতে পারে বলেই মনে করা যায় ।
বৃহত্তম সাইবার ক্রাইমের কবলে ইউক্রেন । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 12 Second