পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে,আজ অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 50 Second

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে এবার সরব তৃণমূল। আজই অবস্থান- বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে। তবে এখনও পর্যন্ত রক্ষা পাননি সাধারণ মানুষ। আজ মহানগরীর পেট্রোপণ্যের দাম ১০১.০১ টাকা। আর তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য পেট্রোপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়তে চলেছে ভাড়াও, সঙ্গে বেড়ে চলেছে সাধারন দ্রব্যাদির দাম। যা নিয়ে ইতিমধ্যে চিন্তার ভাঁজ কবলে পড়েছে সাধারণ মানুষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি টুইট করে প্রতিবাদ জানিয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী ।

জানা যাচ্ছে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং কলকাতাতেও ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পাশাপাশি এগিয়ে চলেছে কংগ্রেসও। জানা যাচ্ছে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে রাজভবন অভিযান করতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাসে বিধানসভা নির্বাচনের পর থেকে মোট ৩২ দফায় বেড়েছে পেট্রোপণ্যের দাম। ওদিকে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমলেও ভারতের বেড়ে চলেছে পেট্রোলের দাম । সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি করের পরিমাণ বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ভাড়া বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বাস সংগঠনের মালিকেরা। যে কারণে আনলক ফেস ওয়ান শুরু হওয়ার পরেও বাস চলাচলের ক্ষেত্রে নিত্য সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের । তবে আগামী দিনে অবস্থান-বিক্ষোভ কোনও আশাবাদী ফলাফল নিয়ে আসবে বলেই মনে করছেন বিক্ষোভকারীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে আমতায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ দেশ জুড়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। আর তা নিয়েই আজ আমতায় অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল। বিধানসভা নির্বাচন ২০২১ পার হতে না হতেই ,গত কয়েক মাস ধরে প্রায় ৩২ দফায় দেশব্যপি অস্বাভাবিক হাড়ে বেড়ে চলেছে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাস সহ একাধিক পেট্রোপন্যের দাম। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে সাধারন […]
district_35

Subscribe US Now

error: Content Protected