বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে উত্তপ্ত বারাকপুরের একাধিক এলাকা। রবিবার রাতের ঘটনায় সোমবার বারো ঘণ্টার বনধ ডাকে বিজেপি। সকাল থেকেই টিটাগড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমডাঙায় দফায় দফায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয় যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন পরিবহণ। বিজেপির বনধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় টিটাগড়। সোমবার দুপুরে BT রোডের অবরোধ তুলতে গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিকেলে অবরোধ তুলতে যান বারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। অভিযোগ, বনধ সমর্থকরা অবরোধ না তুলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশকে লক্ষ্য করে কৌটা বোমা, থান ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। লাঠিও চালায় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
