Read Time:1 Minute, 2 Second
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন । রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রান্তপ্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী– দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর । এই বিশেষ দিন উপলক্ষ্যে চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’, যা ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর অবধি চলবে । গোটা সপ্তাহ যেখানে বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রাখবেন মন্ডল থেকে বুথ পর্যায়ের প্রতিটি ইউনিটের কর্মীরা । এ ছাড়াও তাঁর জন্মদিন উপলক্ষ্যে গুজরাটের সুরাত জুড়ে ৭০ হাজার চারাগাছ লাগানো হবে । এমনই বিশেষ উদ্যোগ নিল গুজরাটের সুরাট পুরসভা, বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী ।
