কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় মিছিল করল তৃণমূল। রবিবার হাওড়ার জগৎবল্লভপুরে মিছিল করে দলের কর্মী-সমর্থকরা। এদিন সিএএ, এনআরসি ও কৃষি আইনের বিরোধিতায় শিবানন্দবাটী থেকে মুন্সিরহাট শিমূলতলা পর্যন্ত বিশাল মিছিল করে সদর হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন ৪ কিলোমিটার পদযাত্রার নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতা তথা জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জন কুণ্ডু। মিছিলে পা মেলান জেলাপরিষদ সদস্য গোপা ঘোষ সহ অন্যান্যরা।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের প্রশ্নের জবাব দিয়েছে রাজ্যের শাসকদলও। এবার কেন্দ্রের সিএএ, এনআরসি ও কৃষি আইনের বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখাল তারা।
উল্লেখ্য, কয়েকমাস ধরেই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠক করেও সমস্যার সমাধান হয়নি। কেন্দ্রের তরফে আইন প্রত্যাহার নয়, সংশোধনের কথা বলা হলেও কৃষকরা তাতে রাজি হয়নি।