Read Time:1 Minute, 10 Second
প্রায় ৬ মাস পর উত্তরবঙ্গ দিয়েই শুরু হল মমতার জেলা সফর। সোমবার তিনদিনের সফরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখই উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই সফর স্থগিত হয়। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া অনুকূল থাকায় রওনা দেন তিনি। জানা গিয়েছে, আগামী তিনদিন উত্তরকন্যায় থেকে উত্তরের পাঁচ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি ও সংগঠনের কাজে নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী। সেইসঙ্গে বেশকিছু প্রকল্পের কথা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
