মহারাজ আজই ঘরে ফিরবেন , তাঁর অনুগামীদের জন্য সুখবর । ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আজ ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে । হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল ,সৌরভের অবস্থা বর্তমানে যথেষ্ঠ স্বাভাবিক। শরীরের প্রত্যেকটি প্যারামিটার সঠিকভাবে কাজ করছে ,তাই গতকাল অর্থাৎ শনিবার রাতেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল। পরবর্তীতে তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, আর্টারিতে ছিল ব্লকেজ ।

চলতি মাসের শুরুর দিকে নিজের বাড়িতে জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি, বুকের বাঁ দিকে হঠাৎ করেই প্রবল ব্যথা অনুভব করেন তিনি ,তারপর হঠাতই ব্ল্যাকআউট হয়ে যান। সেই সময় তাঁকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় । ডক্টর দেবি শেটির তত্ত্বাবধানে তাঁর শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছিল। সেখানে কিছুদিন হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয় । পরবর্তীতে আবার এই চলতি সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে বলা হয় তাঁর শরীরের প্যারামিটার ঠিক মতো কাজ করছে না ,ফলে তাঁর শরীরে দুটি স্টেন্ট বসানো হয়। প্রাক্তন ভারত অধিনায়কের চিকিৎসার পর ডাক্তার আফতাব খান জানিয়েছেন, “সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। একজন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে পারবেন। কোনওরকম চিন্তার কারণ নেই।”