সাফল্যের সঙ্গে মহাকাশে পাড়ি PSLV-C51-এর । শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার অর্গানাইজেশনের শ্রীহরিকোটা রেঞ্জ থেকে সকাল ১০ঃ৩০ মিনিটে মহাকাশে উৎক্ষেপিত হল এই পিএসএলভি । রবিবার ব্রাজিলের প্রাথমিক স্যাটেলাইট ‘অ্যামাজনিয়া -১’ এবং 18টি সহ-যাত্রী উপগ্রহ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে (পিএসএলভি-সি 51) করে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি) শ্রীহরিকোটা রেঞ্জ থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে । যা জাতীয় মহাকাশ সংস্থা দ্বারা ২০২১-এর প্রথম লিফট অফ।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছিল ১০ টা বেজে ২৮ মিনিটে এই উৎক্ষেপণ ঘটবে । আর একেবারে তাই হল, ঠিক সময় মতই আগুনের ঝলকানির সঙ্গে আকাশে পাড়ি দিল এই যান । আবহাওয়ার পরিস্থিতি বিচার করে পিএসএলভির উৎক্ষেপণে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়েছিল । ব্রাজিলে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরে বেশ খুশি ইসরো বলেই এই সংস্থা ।