বঙ্গ ভোটের আগে শীর্ষ নেতাদের বঙ্গপ্রীতি দেখার মতো। আজ তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন ভারতের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী চারদিন পর্যন্ত এই পরিবর্তন যাত্রা সারা বীরভুম ঘুরে কীর্নাহারে পৌছাবে আর সেখানেই শেষ হবে এই শোভাযাত্রা।
বঙ্গভোটের আগে , নানান কর্মসূচিতে ব্যস্ত বিজেপির শীর্ষ নেতারা । এরইমধ্যে বীরভূমে তৃণমূলকে গদিচ্যুত করার জন্য এমনই এক পরিবর্তন সভার আয়োজন করেছে বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে বিজেপির শীর্ষ সভাপতি জেপি নাড্ডা , তারাপীঠে প্রবেশ করে ,মায়ের মন্দিরে পুজো দিয়ে পরিবর্তন যাত্রা শুভ সূচনা করবেন।
এখনো পর্যন্ত জানা যাচ্ছে বীরভূমের সব কটি বিধানসভা কেন্দ্রে যাবেন তিনি। মূলত তাদের এই পরিবর্তন যাত্রা জনসমাগম বৃদ্ধির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত পাশাপাশি তৃণমূলকে উৎখাত করতে চায় বিজেপি তাই স্লোগান হিসেবে ব্যবহার হচ্ছে” আর নয় অন্যায়”।
কিছুদিন আগেই কেন্দ্রীয় শীর্ষ নেতাদের তরফ থেকে নবদ্বীপে একটি পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছিল। জানা যাচ্ছে বীরভূমের নিজস্ব দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব কে হাতিয়ার করে বিজেপি সরকার বাংলায় পদ্মফুল ফোটানোর স্বপ্ন দেখে চলেছে। সম্ভবত সেই কারণেই আজ বীরভূমের অতি চর্চিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অঞ্চলে হানা দিয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা।