0
0
Read Time:48 Second
কঙ্গনা রানাউতের অফিস ভাঙচুরের পর এবার অভিনেত্রীর হাউসিং সোসাইটি অর্থাত চেতক সোসাইটিকে নোটিস পাঠাল বিএমসি । চেতক সোসাইটিতে কাদের ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত তথ্য বিমসিকে জমা দেওয়ার কথা বলা হয়েছে । এই সোসাইটি গত ৩ বছর ধরে কী ধরনের মিটিং করেছে, সেই সমস্ত তথ্যও জমা দিতে হবে বিএমসিকে, বলে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে । ওই চেতক সোসাইটির সঙ্গে কারা জড়িত রয়েছেন, সে বিষয়েও সমস্ত তথ্য জানাতে হবে বলে স্পষ্ট নির্দেশ বিএমসির ।