সিকিমের প্রথম রেল স্টেশনের সূচনায় মোদি। এম ভারত নিউজ

admin

সিকিম দেশের মধ্যে একমাত্র রাজ্য ছিল যেখানে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না

0 0
Read Time:2 Minute, 18 Second

ভারতীয় রেলের মুকুটে আরও এক নয়া পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে ৪৯ বছরের অপেক্ষার অবসান ঘটল। সোমবারই সিকিমের প্রথম রেলস্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীঘ্রই চালু হতে চলেছে ট্রেন চলাচল। সিকিম দেশের মধ্যে একমাত্র রাজ্য ছিল যেখানে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে সিকিম বেড়ানো এবার আরও সহজ। এবার থেকে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সিকিম যাওয়ার জন্য গাড়ি ধরতে হবে না। সোজা ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে রংপোতে।

রেল সূত্রে খবর, এ বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও, অক্টোবরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা কিছুটা পিছিয়েছে। পরিকল্পনা রয়েছে ২০২৫-এর অগাস্টের মধ্যে সমস্ত কাজ শেষ করে দেওয়ার। বাংলা এবং সিকিমের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে খুব শীঘ্রই বলে মনে করছে রেল। নয়া দিল্লি থেকে ভার্চুয়ালি এই স্টেশনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, বহু মানুষই বছর বছর উত্তরবঙ্গ হয়ে সিকিমে বেড়াতে যান। শুধুমাত্র বাংলার নয়, অন্যান্য রাজ্য থেকেও প্রচুর পর্যটক উত্তরবঙ্গ ও সিকিমে ঘুরতে যান। সেক্ষেত্রে এই পরিষেবার ফলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তাই এখন শুধু এই প্রকল্প সমাপ্ত হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সফল অস্ত্রোপচার, নিজেই জানালেন তারকা পেসার শামি। এম ভারত নিউজ

মনে করা হয়েছিল টি-টোয়েন্টি ও ওয়ানডেতে না থাকলেও টেস্টে খেলবেন

You May Like

Subscribe US Now

error: Content Protected