নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল। মঙ্গলবার সকালে সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের হরিপুর গ্রাম থেকে অভিনব প্রতিবাদ মিছিল করল তৃণমূল কর্মীরা। এদিন তারা সাইকেল চালিয়ে মিছিলে সামিল হন। হরিপুর গ্রাম থেকে সিউড়ির হাটজান বাজার এলাকা পর্যন্ত সাইকেল চালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এদিনের মিছিল থেকে তৃণমূল কর্মীরা ‘খেলা হবে’ স্লোগান তোলেন। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে ভোট প্রচারও করতে শোনা যায়। মিছিল থেকে কৃষি আইন বাতিলের দাবিও তোলা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগেই পেট্রোল ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালীঘাটের বাসভবন থেকে নবান্নে স্কুটি চালিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি বাড়িও ফিরেছিলেন স্কুটি চালিয়েই।