একসঙ্গে করোনা টেস্টের মুখোমুখি বাঁকুড়া বিধানসভার সায়ন্তিকা ব্যানার্জি সহ তিন প্রার্থী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশে প্রার্থী সহ নির্বাচনী এজেন্ট দিতে হবে কোভিড আর টি পি সি আর টেস্টের রিপোর্ট, নচেৎ কোভিড ভ্যাকসিনের দুটি টেস্ট দুটি ডোজ নেওয়ার প্রতিলিপি। টেস্ট নেগেটিভ হলে তবেই মিলবে গণনা কেন্দ্রে প্রবেশের অধিকার।সেইমতো আজ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তিন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির নীলাদ্রি শেখর দানা, সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রাধারানী ব্যানার্জি পৌঁছে যান বাঁকুড়ার এডওয়ার্ড হলে, হাবড়া স্পোর্টস আ্যকাডেমির মাঠে যেখানে কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে। মূলত নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র প্রার্থী নয় এমনকি কাউন্টিং এজেন্টের করাতে হবে করোনা টেস্ট ,রিপোর্ট নেগেটিভ হলে তবেই ভোট গণনা কেন্দ্রের ভেতরের প্রবেশের অধিকার দেওয়া হবে। তাই আজ এই করোনা পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র প্রার্থী নয় পাশাপাশি বহু দলীয় কর্মীদের ভিড় দেখা গেল। ভোটের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মুখ দেখাদেখি না থাকলেও, এদিন করোনা টেস্ট করতে গিয়ে সৌভাগ্যক্রমে একসঙ্গে পৌঁছে যান তিন প্রার্থী। বাক্য বিনিময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় প্রার্থীদের। আর মাত্র ৪৮ ঘন্টা তারপরেই মিলবে ভোটযুদ্ধের ফলাফল। তার আগে এই সৌজন্য সাক্ষাৎ কিছুটা হলেও মেজাজ হালকা হল এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে ইসরায়েলে মৃত অন্তত ৪৪ । এম ভারত নিউজ

ইসরায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে পদদলিত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। আহত আরও অনেকে। ঘটনাস্থলে উদ্ধারকার্য শুরু হয়েছে। ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ নামক একটি ধর্মীয় উৎসব পালনের জন্য একত্রিত হয়েছিলেম মাউন্ট মেরনে। ইহুদিদের একটি ধর্মীয় ছুটির দিন হিসেবেই পালিত হয় এটি। ইসরায়েলে করোনাভাইরাসের কারণে […]

Subscribe US Now

error: Content Protected