নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃআজ সাংবাদিক সম্মেলনে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সময় কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত ভোট কর্মীদের টিকাকরণ করানো হবে । সেই মতই শুরু হয় গেছে টিকা দেওয়ার কাজও । কোভিড আবহেই ভোট হতে চলেছে রাজ্যে তাই প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকাকরণ কর্মসূচি শুরু করেছে কেন্দ্র। আর এবার ভোটের আগেই ভোট কর্মীদের করোনা ভ্যাকসিন দিতে উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

করোনার গ্রাফ নিম্নমুখী হলেও ভোট কর্মীদের যাতে কোনো ভাবেই সংক্রমিত না হন সেদিকে লক্ষ্য রেখেই ভোট কর্মীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হল পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। ইতিমধ্যেই চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের পর পুলিশ-সহ অন্যান্য প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়েছে।

ভোট কর্মীদের সুরক্ষার কথা ভেবে নির্বাচন কমিশনের তরফে ভোট কর্মীদের কোভিডের টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো ব্লক অফিস থেকে নামের লিস্ট তৈরি করে তা সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়। বিভিন্ন বিধি মেনে তা বড় হাসপাতাল ছাড়াও প্রত্যেক ব্লকে একটি বা দুটি করে সেশন সাইট রয়েছে, সেখানে যে কোন ফটো আইডি কার্ড নিয়ে গেলেই ভোটকর্মীদের জন্য মিলছে কোভিড টিকা, এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল। ভোটের আগেই ভোট কর্মীদের সুরক্ষার কথা ভাবায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন ভোট কর্মীরা।