২৭ শে মার্চ বাংলায় শুরু হচ্ছে ২১-এর বিধানসভা নির্বাচন । মোট ৮ দফায় অনুষ্ঠিত হবে বঙ্গ ভোট । খুব বেশি সময় হাতে নেই তাই, বাংলার মানুষের মন জয় করতে মরিয়া গেরুয়া শিবির । একে একে বিজেপির শীর্ষ নেতারা বার বার রাজ্যে আসছেন । কয়েকদিন আগেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা এসে মালদহ ঘুরে গেছিলেন । তাঁর আগে বার কয়েকের জন্যে শাহ এবং মোদী স্বয়ং এসেছেন বাংলায় । আর এবার মলদহ ভ্রমণে যোগী আদিত্যনাথ । ২৬ এবং ২৯ শে এপ্রিল মালদহে বিধানসভা ভোট । গতবারের লোকসভা নির্বাচনে মালদহর ফলাফল বিজেপির জন্য খুব খারাপ হয়নি । মাত্র কয়েকটি ভোটে হেরেছিল বিজেপি । তাই এবার কোনরকম ফাঁক রাখতে চায়না গেরুয়া শিবির । অতএব ভোটের আগে মালদহ পরিদর্শনে বিজেপির আরেক শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

আজই রাজ্যে আসছেন তিনি । মালদহের গাজোলে সভা করবেন যোগী । গাজোলের কলেজ মাঠে হবে সমাবেশ। মালদহে গিয়ে সেখানেই উত্তরবঙ্গের ‘পরিবর্তন যাত্রা’ শেষ করবেন তিনি । আজ বাংলায় আসার আগে ট্যুইট করেন তিনি, যেখানে তিনি লিখেছেন, ‘নমস্কার বাংলা। সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীর ভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। জয় শ্রী রাম’ । মালদহের হিন্দু ভোটের দিকেই এবার নজর বিজেপির । এখন দেখার এত কিছুর পরেও তাঁরা বাংলার মানুষের মন জয় করতে পারেন কিনা ।