বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী । হেস্টিংসের দলীয় দপ্তরে বসা বিজেপির বৈঠকে ২২ টি ভোটের মাধ্যমে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হল শুভেন্দু অধিকারীকে। বিধানসভা নির্বাচন ২০২১ এর ভোট পর্বে, কিছুদিন আগেই, তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপরই হাইভোল্টেজ নন্দীগ্রামের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরো ধীদলীয় নেতা হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে ছিলেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিযুক্ত দলের দুই পর্যবেক্ষক কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন দলের সমস্ত নেতারা। পরবর্তীতে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয় । এই দৌড়ে যে তিনটি সম্ভাব্য নাম পাওয়া গিয়েছিল তা হল মুকুল রায়, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী । যদিও মুকুল রায় নিজেকে আগেই এই দৌড় থেকে সরিয়ে নিয়েছিলেন। বলেছিলেন বিরোধী দলনেতা হতে চাননা তিনি। তবে বিজেপির শীর্ষ স্থানীয় এক নেতা জানান, বিরোধী দলনেতা হিসেবে কেবলমাত্র শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাবপত্রে দেওয়া হয়েছিল। ওদিকে দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরই শুভেন্দু অধিকারী জানান, দলের তরফ থেকে তাঁকে যে দায়ভার দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের তরফ থেকে যে সম্মান জানানো হয়েছে সেই সম্মান তিনি রাখার চেষ্টা করবেন। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের জন্য যথাসাধ্য কাজ করার চেষ্টা করবেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোন মন্ত্রী কোন দপ্তর পেলেন, দেখে নিন এক নজরে । এম ভারত নিউজ

ইতিমধ্যেই ঘোষণা হল সম্পূর্ণ মন্ত্রী তালিকা। প্রসঙ্গত উল্লেখ্য আজ মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর নবান্ন সভা কক্ষে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নির্বাচনে জেতার আগে যে সমস্ত অঙ্গীকার গুলি তিনি নিয়েছেন সেগুলিকে অঙ্গিকারবদ্ধ ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবেন তিনি। পাশাপাশি কেন্দ্রকে আরও একবার ভ্যাকসিন নিয়ে কটাক্ষ […]

Subscribe US Now

error: Content Protected