0
0
Read Time:1 Minute, 1 Second
আমাদের শক্তি ছিল শক্তি আছে শক্তি আরো বাড়ছে। শনিবার সল্টলেকের বৈশাখীতে বিজেপির একটি পথ সভাতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, কালীঘাটের অবস্থা এখন তাই হয়েছে শোলে সিনেমার আসরানীর মত। তাঁর কথায়, “আধা ইধার যাও আধা উধার যাও, বাকি মেরে পিছে আও।”
একইসঙ্গে তিনি বলেন, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি গঠন করার সৃষ্টি করার সংস্কৃতি। নতুন কিছু সৃষ্টি করব, নতুন পরিবর্তন করব। উল্লেখ্য, এদিনের পথসভাতে প্রায় ২২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করেন।