Read Time:1 Minute, 28 Second
বাংলা জয়ের লক্ষ্যে মরিয়া বিজেপি। তার আগে বাঙালির মন জয় করতে দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠীর দিন বিজেপির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে এদিনই বাঙালিকে শারদোত্সবের শুভেচ্ছা জানাতে পারেন তিনি। করোনাকালে মণ্ডপ করার ছাড়পত্র পেয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদান, বিদ্যুতে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা বাঙালির আবেগ টানতে প্রধানমন্ত্রীকে আসরে নামানোর ভাবনা রয়েছে বঙ্গ বিজেপির।
বিজেপির তরফে জানানো হয়েছে, ষষ্ঠীর বিকেলে ওই অনুষ্ঠানে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি।
সেইসঙ্গে বাঙালির উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীকে।
অন্যদিকে, দুর্গাপুজোর আগে শহরে আসছেন অমিত শাহ। তবে
এবার তিনি কোনও পুজোর উদ্বোধন করছেন না বলেই খবর বিজেপি সূত্রে।
