জ্বালানি সংকটের মুখে পরতে চলেছে ভারত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

ভারত আগামী ছয় মাসের মধ্যে কয়লা সংকটের মুখে পড়তে চলেছে ।জানা যাচ্ছে তার আগে পর্যন্ত দেশ কয়লা সংকটের জন্য লড়াই করতে পারে। বিভিন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গুলিতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি-না সেই বিষয়ে নজর দিতে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত লড়াই করা সম্ভব বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। মূলত দেশ বর্তমানে ভয়াবহ জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাওয়ার কারণেই এই সমস্যায় পরতে হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য দেশের কয়লা উৎপাদন কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমাণে কয়লা উৎপাদিত না হওয়ার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে, এছাড়াও সাধারণ মানুষের মৌলিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরে তরফের প্রকাশিত তথ্য জানতে পারা গিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত মাসের শেষের দিকে গড়ে চারদিনের কয়লা ছিল। রেকর্ড বলছে এটি এই বছরের সর্বনিম্ন স্তর।

প্রসঙ্গত উল্লেখ্য রিপোর্ট বলছে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দেশের শীতল আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেশ খানিকটা কমে যায় । যা ঘাটতির পরিমাণের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। মূলত ভারতের কয়লা বহরের অন্তত একটি অংশে গত সপ্তাহে অবস্থার অবনতি হয়েছে বলে জানাচ্ছে বিদ্যুৎ দপ্তর।বর্তমানে ৪০ কিলোওয়াট থেকে ৫০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা কারখানায় তিন দিনের কম জ্বালানি মজুদ রয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি গুলিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত সেই ভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি সরকারের তরফে। তবে জানা যাচ্ছে এভাবে চলতে থাকলে আগামী বছর ফের মূল্য বৃদ্ধি হতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহালয়া শব্দের অর্থ কী ? জেনে নিন । এম ভারত নিউজ

রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। বাঙালির পুজোর সূচনার প্রথম দিন। কিন্তু এই মহালয়া শব্দের অর্থ কী? মহালয়া শব্দের অর্থ মহান যে আলয়। দেবী দুর্গা এখানে আলয় বা আশ্রয়ের সমার্থক শব্দ। শাস্ত্র মতে, এই দিনই মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেন দেবী দুর্গা। মহিষাসুরের অত্যাচারের কবল থেকে দেবলোককে উদ্ধার […]

Subscribe US Now

error: Content Protected