Read Time:1 Minute, 19 Second
দলে ফিরছেন যুবরাজ সিং । সর্বভারতীয় একটি স্পোর্টস ওয়েবসাইটে তাঁর ফেরার কথা জানানো হয়েছে । ৩৮ বছর বয়সী যুবরাজ সিং গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন । তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দুটি দীর্ঘ ক্যাম্প করেন । প্রি-সিজন ব্যাটিং-এর সময় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি তাঁকে ফিরে আসার সিদ্ধান্ত বিবেচনা করে দেখার প্রস্তাব দিলে এবার তাই করতে চলেছেন তিনি । অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবরাজ সিং । শোনা গিয়েছিল তিনি বিগ ব্যাশ লিগে খেলবেন অস্ট্রেলিয়ায়। ম্যাচ প্র্যাকটিসের জন্যি পাঞ্জাবের হয়ে ঘরোয়া টোয়েন্টি লিগে তিনি খেলতে নামবেন ।
