0
0
Read Time:1 Minute, 17 Second
অবশেষে আশার আলো দেখা গেল । করোনার ভ্যাক্সিন বের করল আমেরিকা । প্রথম ভ্যাক্সিনের কথা ঘোষণা করলেন ট্রাম্প । করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে তার মধ্যেই প্রায় সবকটি দেশেই চলছে ভ্যাক্সিন তৈরির কাজ । ভারতেও এই মুহূর্তে ‘সেরামের’ অন্তর্গত ভ্যাক্সিনের এমারজেন্সি ট্রায়ালের আবেদন করছে ‘সেরাম’ । এরই মধ্যে বড় সাফল্য আমেরিকার । ভ্যাক্সিনের কথা ঘোষণা করার পাশাপাশি ট্যুইটারে আমেরিকাকে অভিনন্দনও জানান ট্রাম্প। প্রথম ভ্যাক্সিনের ডোজ দেওয়া হল নিউ ইয়র্কের স্বাস্থ্যকর্মী লং আইল্যান্ড জিউইশ মেডিক্যাল সেন্টারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নার্সকে । মার্কিন সময় সকাল প্রায় সাড়ে ৯ টায় সেই ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া টিভির পর্দায় দেখানো হয়েছে ।