করোনার নতুন স্টেনের ধাক্কাতে নতুন করে লকডাউন এর মুখে পড়ল জার্মানি । তথ্য বলছে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে জার্মানিতে । যদিও প্রথমে ৫ ই এপ্রিল অব্দি ঘোষণা করা হয়েছিল এই লকডাউন, তবে করোনার বাড়বাড়ন্ত দেখে লকডাউন বাড়িয়ে দেওয়া হলো ১৮ এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছিল এই দ্বিতীয় স্টেন আগের থেকে আরও বেশি প্রাণঘাতী । ১৬টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন জার্মানির চান্সলর অ্যাঞ্জেলা মার্কেল এবং এই বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৮ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করার।
যদিও এইরকম ঘোষণায় সম্ভবত খুশি হবার কথা নয় জার্মান নিবাসীর তবে খুশি না হয়ে উপায় নেই । কারণ প্রাণের আগে কিছুই নয় ,কথায় আছে “জান হে তো জাহান হে”। জার্মানিতে বর্তমানে ব্রিটেনের স্টেন দেখা দিয়েছে, আর তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জার্মানবাসি । এর মধ্যে ১-৫ এপ্রিল ইস্টারের সময়ে কড়া ভাবে লকডাউন বিধি বলবৎ করা হবে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র জরুরি পণ্যের জন্য কিছু দোকান খোলা থাকবে, সেখান থেকেই প্রয়োজনমতো জিনিস কিনতে পারবেন সাধারণ মানুষ তবে সেই দোকানে প্রবেশের আগে মানতে হবে কোভিডবিধি।