ফের লকডাউনের মুখে জার্মানি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

করোনার নতুন স্টেনের ধাক্কাতে নতুন করে লকডাউন এর মুখে পড়ল জার্মানি । তথ্য বলছে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে জার্মানিতে । যদিও প্রথমে ৫ ই এপ্রিল অব্দি ঘোষণা করা হয়েছিল এই লকডাউন, তবে করোনার বাড়বাড়ন্ত দেখে লকডাউন বাড়িয়ে দেওয়া হলো ১৮ এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছিল এই দ্বিতীয় স্টেন আগের থেকে আরও বেশি প্রাণঘাতী । ১৬টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন জার্মানির চান্সলর অ্যাঞ্জেলা মার্কেল এবং এই বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৮ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করার।

যদিও এইরকম ঘোষণায় সম্ভবত খুশি হবার কথা নয় জার্মান নিবাসীর তবে খুশি না হয়ে উপায় নেই । কারণ প্রাণের আগে কিছুই নয় ,কথায় আছে “জান হে তো জাহান হে”। জার্মানিতে বর্তমানে ব্রিটেনের স্টেন দেখা দিয়েছে, আর তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জার্মানবাসি । এর মধ্যে ১-৫ এপ্রিল ইস্টারের সময়ে কড়া ভাবে লকডাউন বিধি বলবৎ করা হবে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র জরুরি পণ্যের জন্য কিছু দোকান খোলা থাকবে, সেখান থেকেই প্রয়োজনমতো জিনিস কিনতে পারবেন সাধারণ মানুষ তবে সেই দোকানে প্রবেশের আগে মানতে হবে কোভিডবিধি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মার্কিন জেনারেল সার্জেন পদে বসছেন এক ভারতীয় ! । এম ভারত নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয়রা অনন্য সম্মানের অধিকারী হচ্ছেন মার্কিন মুলুকে। যদিও প্রাক্তন রাষ্ট্রপতির আমলে না হলেও তাঁর আগে রাষ্ট্রপতি বারাক ওবামার সময়েও বহু ভারতীয় মার্কিন মুলুকের সম্মানের অধিকারী হয়েছিলেন।মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের সৌজন্যে মার্কিন প্রশাসন ব্যবস্থায় বাইডেনের সার্জেন জেনারেল পদে দায়িত্ব সামলাতে চলেছেন […]

Subscribe US Now

error: Content Protected