উত্তরাখণ্ডে ভয়াবহ ধস নেমেছে গতকাল । নন্দাদেবী গ্লেসিয়ারের একটি অংশ হঠাৎ করে ভেঙে গেলে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় উত্তরখন্ড রাজ্য। গতকাল রাত অব্দি সূত্রের খবর অনুসারে জানতে পারা গিয়েছিল, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৃত্যুবরণ করেছেন ১০ জন ।পরবর্তীতে রাতভর রুদ্ধশ্বাসে কাজ চালিয়েছিলেন উদ্ধার কার্য বাহিনী, ফলের আরও ৪টি দেহ উদ্ধার করেন তাঁরা। এই মুহূর্তে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪ ।

গতকালের হিমবাহ ফাটলের ফলে , ধৌলি গঙ্গা নদী ভেসে গিয়েছে পাশাপাশি দুটি নির্মীয়মান বাঁধে ফাটল দেখা দিয়েছে। নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। উত্তরখণ্ডে তপবন জেলার গ্রামের সঙ্গে সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত।
হিমবাহের ধ্বংসের ফলে পাঁচটি ব্রিজ সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। এই পাঁচটি ব্রিজ এর মাধ্যমেই ওই গ্রাম গুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হতো। পাশাপাশি আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে ওই গ্রামগুলিতে আকাশ পথে খাবার পৌঁছে দেওয়া হবে সরকারের তরফ থেকে। গতকালের এই বিপর্যয়ে বহু মানুষের সম্পত্তি’ ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।