ব্যাঙ্গালোরে শুরু হচ্ছে আনলক ২.০ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী হওয়ায় এবার শিথিল হচ্ছে কর্নাটকের ১৬ টি জেলার কার্যত লকডাউন। কর্ণাটক সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনা করেই, ব্যাঙ্গালোর সহ মোট ১৬ টি জেলায় আনলক ২.০শুরু করা হতে চলেছে আগামী সোমবার থেকে । কর্ণাটক সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মূলত যে সমস্ত অঞ্চলগুলিতে করোনা সংক্রমনের মাত্র ৫%- এ এসে দাঁড়িয়েছে সেই সমস্ত জেলাগুলিতে একমাত্র আনলক ২.০ শুরু করা হবে। পাশাপাশি যে সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই সংক্রমনের মাত্রা ৫-১০% সেই সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত আনলক ১.০জারি থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য মাইসোরের বর্তমান সংক্রমণ মাত্রা ১২% হওয়ার কারণেই সম্পূর্ণ লকডাউন জারি থাকবে।

কর্ণাটক সরকারের তরফে যে সমস্ত বিষয়ে ছাড় দেওয়া হয়েছে সেগুলি হল, খুচরা দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল-রেস্তোরাঁ বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।স্কুল-কলেজ, ধর্মীয় স্থান, শপিংমল, শপিং কমপ্লেক্স, পাব, বিনোদন , সুইমিং পুল এবং উপাসনালয়গুলি বন্ধ থাকবে। সমস্ত উদ্যান গুলির সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি গ্রিড সিগন্যালিং বাস এবং মেট্রো ট্রেন পরিষেবা কোভিড -১৯ প্রোটোকল মেনে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে প্রতিদিনের নৈশ কারফিউ সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা আগের মতোই জারি থাকবে। পাশাপাশি জারি রাখা হয়েছে সাপ্তাহিক লকডাউনও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পরিচিত রূপে ফিরলো জার্মানি, পরাজয় সি আর ৭-দের । এম ভারত নিউজ

গত ম্যাচে ফ্রান্সের কাছে পরাজিত হওয়ার পর, কাল আবার নিজেদের বিশ্ব সেরা দল হিসেবে প্রমান করে দিল জার্মানি। আবার সেই জেদ, আবার সেই ম্যাচের শুরু থেকেই পরপর আক্রমণ। আবার জার্মানকে পরিচিত ভূমিকায় দেখা খুশি গোটা মিউনিখ। ইউরোপ সেরা পর্তুগালকে ৪-২ এ পরাজিত করে জার্মান দেখিয়ে দিল আবার যে তারা বিশ্ব […]

Subscribe US Now

error: Content Protected