মাও দমনে বড় সাফল্য অন্ধ্রপ্রদেশে, নিহত কম্যান্ডো সহ ৬ মাওবাদী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

বুধবার সকালেই বিশেষ বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে অন্ধ্রপ্রদেশে নিহত ৬ নকশাল। জঙ্গলে লুকিয়ে থাকা বাকি নকশালদের খোঁজে এখনও হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে পুলিশের এই বিশেষ বাহিনী। গোপন সূত্রে অন্ধ্রপ্রদেশ পুলিশ খবর পায় বিশাখাপত্তনমের কাছে কইয়ুব বনাঞ্চলে লুকিয়ে রয়েছে মাওবাদীদের একটি দল। এই দলে ছিল ডিএসএম কমান্ডার সহ একাধিক শীর্ষ মাওবাদী নেতা। এই খবর পাওয়ার পর আর কালবিলম্ব করেনি পুলিশ। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশের বিশেষ গ্রে হাউন্ড দলকে। মাওবাদী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি দমনে বিশেষ ভাবে প্রশিক্ষিত এই দলটি। গ্রে হাউন্ড দল জঙ্গলে ঢোকা মাত্রই গুলি চালাতে শুরু মাওবাদীরা। এর জবাবে পালটা গুলি চলে পুলিশের তরফেও। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এক কম্যান্ডো সহ ৬জন মাওবাদীর মৃত্যু হয়েছে এই এনকাউন্টারে। মৃতদের কাছ থেকে একে৪৭, রিভলভার এবং প্রচুর গুলি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে , থ্রি নট থ্রি , এসএলআর রাইফেল, কার্বাইনও। এই সমস্ত দেখে পুলিশের অনুমান বিরাট কোনো নাশকতার ফন্দি করেছিল মাওবাদীরা। যা রুখে দেওয়া গেছে বলেই আপাতত মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর পালিয়ে জঙ্গলে আশ্রয় নেওয়া মাওবাদীদের খোঁজার জন্য হেলিকপ্টারে টহল দিচ্ছে একটি দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে পুলিশ। এখনও জঙ্গলে খানা তল্লাশি চালাচ্ছে গ্রে হাউন্ড দল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আহত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী । এম ভারত নিউজ

গত ২ মে নির্বাচনী ফল প্রকাশের পর জেলায় জেলায় বিভিন্ন সন্ত্রাসের চিত্র আমাদের সামনে উঠে আসে। ২ মে নির্বাচনী ফল প্রকাশে হাওড়া জেলাজুড়ে কার্যত বিজেপির ভরাডুবীর পর থেকেই ঘরছাড়া ছিলেন বাগনান বিধানসভার ২ নং মন্ডলের বিজেপি যুবমোর্চার সভাপতি মিঠুন চক্রবর্তী। দীর্ঘ ৩৭ দিন ঘরছাড়া থাকার পর গত ১২ ই জুন […]

Subscribe US Now

error: Content Protected