শেষ দফার নির্বাচনে রণক্ষেত্র খাস কলকাতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর অষ্টম দফা তথা শেষ দফার নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হলনা , শেষ দফার নির্বাচনের সূচনাপর্বে রণক্ষেত্র হল খাস কলকাতা।বেলেঘাটার দফায় দফায় অশান্তির খবর সামনে আসার ,সঙ্গে সঙ্গে একই রকম আবহাওয়া দেখা যাচ্ছে মানিকতলাতেও। শহর কলকাতা জুড়ে দফায় দফায় বোমাবাজির ঘটনা এবার টেক্কা দিচ্ছে বীরভূমকেও। রণক্ষেত্রে বেলাঘাটা, ইঁট, পাথর, লাঠি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়।

ওদিকে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। মানিক তলার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চলছে ধস্তাধস্তি। প্রসঙ্গত উল্লেখ্য জানতে পারে গেছে বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলে তার গাড়িতে হামলা করার চেষ্টা করেছে । টেনে হিঁচড়ে পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। বুথের সামনেই চেয়ারে বসে পড়েন প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি প্রার্থী। ওদিকে তৃণমূলের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। মানিকতলার বিজেপি প্রাক্থী কল্যাণ চৌবে এসে অশান্তির সৃষ্টি করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য এখানেই শেষ নয় শহর কলকাতার মানিকতলা বিধানসভার অন্তর্গত ২৪৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানতে পারা যাচ্ছে এনিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। সকাল থেকেই শহর কলকাতা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে উঠে আসছে এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চলছে এই ধরনের এবং হাতাহাতি। প্রশ্ন থাকছেই এখানেই, করোনার এই কঠিন পরিস্থিতিতে অষ্টম দফা নির্বাচনেও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য ঠিক কী সর্তকতা অবলম্বন করেছিলেন নির্বাচন কমিশন?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শেষ দফাতেও উত্তপ্ত শীতলকুচি, ফের উত্তেজনা ১২৬ নম্বর বুথে । এম ভারত নিউজ

পুনর্নির্বাচনের দিনও উত্তপ্ত কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথ । জানা যাচ্ছে শেষ দফার, সূচনা পর্ব থেকেই উত্তপ্ত বাংলা, ইতিমধ্যেই খবরের শিরোনামে ফিরতে দেখা গেল শীতলকুচির নাম। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির প্রার্থীর বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ উঠলো বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে।তৃণমূলের তরফ থেকে করা হয়েছে […]

Subscribe US Now

error: Content Protected