নিউ নর্মালে সদ্য শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এবার গুরুত্বপূর্ণ রুটে নজর রেলের। এইসব রুটে যাত্রীসংখ্যা বাড়াতে অত্যাধুনিক সুবিধাযুক্ত দোতলা রেলওয়ে কোচ তৈরি করল কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি। ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে কামরাগুলি। প্রতিটি নতুন ডবল ডেকার কোচে ১২০ জনের বসার ব্যবস্থা রয়েছে। যার ওপরের তলায় রয়েছে ৫০টি আসন, নীচের তলায় ৪৮টি আসন এবং দুটি তলার মধ্যবর্তী অংশে থাকছে মোট ২২টি আসন। থাকছে অত্যাধুনিক এয়ার স্প্রিং সাসপেনশন প্রযুক্তি, যার ফলে কম ঝাঁকুনি অনুভব করবেন যাত্রীরা। থাকছে স্লাইডিং দরজা এবং যাত্রীদের উষ্ণ ও শীতল খাদ্য-পানীয় সরবরাহের জন্য প্রতিটি কামরায় খুদে প্যান্ট্রি। সেইসঙ্গে আরামদায়ক অন্দরসজ্জা থেকে যাবতীয় বিলাসবহুল ব্যবস্থা।

বুধবার আরসিএফ জেনারেল ম্যানেজার রবীন্দ্র গুপ্তার উপস্থিতিতে নবনির্মিত ডবলডেকার কোচগুলি চালানো হয়। রেলের নতুন ডবল ডেকার কোচকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এদিন টুইটে তিনি লেখেন, “দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি।” যাত্রী পরিষেবায় নামানোর আগে আরডিএসও কোচগুলির নিরাপত্তা পরীক্ষা করবে বলেও টুইটে জানান রেলমন্ত্রী।

আপাতত নতুন বাতানুকূল ডবল ডেকার কোচগুলিকে লখনউয়ে রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন থেকে প্রয়োজনীয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখন শুধু অনুমতি পাওয়ার অপেক্ষা। ছাড়পত্র পেলেই দেশের ব্যস্ততম রেলওয়ে রুটগুলিতে গড়াবে নতুন কোচগুলি।