চিনা নৌবাহিনীতে রয়েছে ৫০টিরও বেশি সাবমেরিন । যুদ্ধ জাহাজ রয়েছে প্রায় ৩৫০টি । আগামী বছরে এই সংখ্যাটা চিন ৫০০ তে নিয়ে যেতে চাইছে । ভারতীয় নৌবাহিনী ১৫টি সাধারণ ও ২টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে । চীনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ৫৫ হাজার কোটি টাকার ‘P-75 I’ প্রজেক্টের আওতায় পার্টনারশিপ মডেলে এবার ৬টি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র ।

মূলত দক্ষিণ চিন সাগরে চিনকে পরাস্ত করতেই ভারতীয় নৌবাহিনী এই ছটি সাবমেরিনের ব্যবস্থা করতে চলেছে । এই সাবমেরিনগুলি তৈরি হবে ভারতেই । ইচ্ছুক সংস্থাগুলিকে আহ্বান জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় নৌবাহিনীর যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করা হয়েছে । জানানো হয়েছে, কেন্দ্রের তরফে রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ করা হবে । আপাতত দুটি নৌবন্দর ও পাঁচটি বিদেশি সংস্থার নাম খসড়া তালিকায় রাখা হয়েছে ।
