রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত-পাক ক্রিকেট নয় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। তাঁর মতে, রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে ক্রিকেটের সম্পর্ক আর জোড়া লাগবে না। তাই ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে আপাতত আলোচনা শুরুর কোনও সম্ভাবনা দেখছেন না তিনি।
দুই দেশ শেষবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১৩ সালে। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে। সেবারও ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। ভারত পাকিস্তান সফর করেছে শেষ ২০০৮ সালে এশিয়া কাপে। আর টেস্ট সিরিজ খেলেছিল ২০০৬ সালে। এরপর থেকে আইসিসি বা এসিসি-র আয়োজিত টুর্নামেন্টে দেখা গিয়েছে দুই দলকে।


এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান মানি বলেছেন, “বছরের পর বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই-এর সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আর কোনও কথা বলছি না। কিছু বলার থাকলে তাদেরই বলতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ এখন ভারতের উপরই নির্ভর করছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনও টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছে আমাদের নেই। প্রথমে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক ঠিকঠাক করতে হবে, তারপরে আমরা কথা বলব আবার।” সেই সঙ্গে মানি ICC-কেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আইসিসি-র গঠনতন্ত্রে রয়েছে কোনও দেশের ক্রিকেট বোর্ডে সে দেশের সরকারের কোনও হস্তক্ষেপ চলবেনা। আইসিসি-র উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে কোন কাজ নেই অতএব ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা । এম ভারত নিউজ

রাজ্যে কোন কাজ নেই অতএব ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা । বুধবার অন্ডাল বিমানবন্দরে বোর্ডিংয়ের জন্য শ্রমিকদের দীর্ঘ লাইন দেখা গেল । আসানসোল, দুর্গাপুর, জামুড়িয়া থেকে দলে দলে শ্রমিক গুজরাতগামী বিমান ধরবেন বলে সাত সকালে পৌঁছে গিয়েছেন বিমানবন্দরে । লকডাউনের ফলে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা ফিরে এসেছিলেন রাজ্যে । […]

Subscribe US Now

error: Content Protected