‘আর নয় অন্যায়’ স্লোগানে ফেটে পড়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড । বিজেপির দাবী, ১০ লক্ষ বলা হয়েছিল, ২০ লক্ষ হয়ে গেছে । ডবল হয়ে গেছে । এই ঐতিহাসিক ব্রিগেডের সভা বাংলায় ছাপ ফেলবে । এমনটাই দাবী বিজেপি নেতৃত্বের । মঞ্চে উপস্থিত রয়েছেন বহু নেতা-নেত্রীরা । উপস্থিত রয়েছেন মিঠুন । আজকের দিনটা স্বপ্নের মতো’, মোদীর সঙ্গে একমঞ্চে আমি, এটাতো স্বপ্ন, জীবনে অনেক কিছু করার স্বপ্ন দেখেছি, আমি যা বলি তা করে দেখাই ব্রিগেডের সভায় বললেন মিঠুন চক্রবর্তী । পশিমবঙ্গে কয়েকদিনের মধ্যেই নতুন সরকার তৈরী হতে চলেছে, আর কোন খেলা তাঁরা হতে দেবনা বলেও দাবী তাঁদের । সন্তানকে হত্যা করে মা’কে রক্ত মাখানো ভাত খাওয়ান, বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার খেলা, গণতন্ত্রের হত্যার খেলা বাংলা দেখেছে, তবে এবার খেলা হবে না, হবে উন্নয়ন, হবে শিল্প, কর্মসংস্থান, হবে এস এস সি-টেটের পরীক্ষা, চাকরী বাড়াতে উন্নয়ন হবে । এমনই বক্তব্য গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ।
বলা হয়েছিল ১০ লক্ষ, হয়েছে ২০ লক্ষ : বিজেপি । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 31 Second