নিজস্ব প্রতিনিধি, হাওড়া : রাজ্যের সমস্ত বেকার যুবকদের জন্য কাজ,সকলের জন্য শিক্ষা সহ একাধিক দাবিতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবে বামপন্থী যুব সংগঠনগুলি। তারই সর্মথনে মঙ্গলবার হাওড়ার উদয়নারায়নপুরে মশাল মিছিল করল তারা। তাদের এই নবান্ন অভিযানকে সর্মথন জানিয়েছে কংগ্রেসের যুব সংগঠনও। এদিন সন্ধ্যায় গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর এরিয়া ডিওয়াইএফআই নেতৃত্বের উদ্যোগে মশাল মিছিল করল নেতা-কর্মীরা। উদয়নারায়নপুর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। গোটা এলাকা পরিক্রম করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এদিনের মিছিলে নেতৃত্ব ছিলেন হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের সম্পাদক বিপ্লব বেরা,জিৎ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, বামফ্রন্ট রাজ্যের ক্ষমতা চলে যাওয়ার পর রাজ্যে কোন স্থায়ী শিল্প আসেনি। তৃণমূল সরকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে শুধু শিল্প সম্মেলন করে কোটি কোটি টাকা খরচ করলেও বঞ্চিত রাজ্যের বেকার যুবকরা। শিক্ষার পরিকাঠামো গত কোনো উন্নতি ঘটেনি বলেই অভিযোগ তাঁদের। এমনকি, বহু সরকারি স্কুল ও কলেজ গুলিতে অবৈধভাবে অভিভাবকদের থেকে ঘুরপথে ভর্তি ফ্রি নেওয়া হচ্ছে বলেও আওয়াজ তোলেন তাঁরা। আর এসবের প্রতিবাদেই ১১ জানুয়ারি নবান্ন অভিযান করবে তাঁরা।