নবান্ন অভিযানের সমর্থনে মশাল মিছিল বামেদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : রাজ্যের সমস্ত বেকার যুবকদের জন্য কাজ,সকলের জন্য শিক্ষা সহ একাধিক দাবিতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবে বামপন্থী যুব সংগঠনগুলি। তারই সর্মথনে মঙ্গলবার হাওড়ার উদয়নারায়নপুরে মশাল মিছিল করল তারা। তাদের এই নবান্ন অভিযানকে সর্মথন জানিয়েছে কংগ্রেসের যুব সংগঠনও। এদিন সন্ধ্যায় গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর এরিয়া ডিওয়াইএফআই নেতৃত্বের উদ্যোগে মশাল মিছিল করল নেতা-কর্মীরা। উদয়নারায়নপুর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। গোটা এলাকা পরিক্রম করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এদিনের মিছিলে নেতৃত্ব ছিলেন হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের সম্পাদক বিপ্লব বেরা,জিৎ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। তাঁদের অভিযোগ, বামফ্রন্ট রাজ্যের ক্ষমতা চলে যাওয়ার পর রাজ্যে কোন স্থায়ী শিল্প আসেনি। তৃণমূল সরকার সাধারণ মানুষকে বোকা বানিয়ে শুধু শিল্প সম্মেলন করে কোটি কোটি টাকা খরচ করলেও বঞ্চিত রাজ্যের বেকার যুবকরা। শিক্ষার পরিকাঠামো গত কোনো উন্নতি ঘটেনি বলেই অভিযোগ তাঁদের। এমনকি, বহু সরকারি স্কুল ও কলেজ গুলিতে অবৈধভাবে অভিভাবকদের থেকে ঘুরপথে ভর্তি ফ্রি নেওয়া হচ্ছে বলেও আওয়াজ তোলেন তাঁরা। আর এসবের প্রতিবাদেই ১১ জানুয়ারি নবান্ন অভিযান করবে তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১৫০ ক্লাবকে খেলার সামগ্রী বিতরণ বিধায়কদের । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : একুশের নির্বাচনকে সামনে রেখে সোমবারই মুখ্যমন্ত্রী রাজ্যের ২৬ টি ক্লাবকে এক লক্ষ টাকা করে দেওয়া কথা ঘোষণা করেছেন। তার ঠিক পর দিনই রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর সহ একাধিক এলাকার কয়েকশো ক্লাবকে ফুটবল সহ বেশকিছু ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হল। এদিন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected