প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে স্মৃতি ইরানি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে শনিবার প্রচারে এলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। প্রচারে এসেই কালীঘাট মন্দিরে পুজো দেন বিজেপি নেত্রী,সঙ্গে ছিলেন প্রার্থী প্রিয়াঙ্কাও। ভবানীপুর কেন্দ্রের ৭২ নং ওয়ার্ডে প্রচারেও নামেন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সুস্পষ্ট বাংলায় কথা বলে ফের তাক লাগিয়েছেন স্মৃতি ইরানি। তিনি জানান, ‘নন্দীগ্রামে হেরে ফের বাধ্য হয়েই ভবানীপুরে ফেরত আসতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচারে গিয়ে মমতা নিজেই বলেছেন ভোট না পেলে তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না অর্থাৎ রাজ্যের উন্নয়নের বদলে শুধুমাত্র নিজের ‘পার্সোনাল অ্যাজেন্ডা’-র জন্যই ভোট চাইছেন।’

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরকদমে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিমও। স্মৃতি ইরানিকে ‘পর্যাটক’ বলে কটাক্ষ করে তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নিজের হৃদয়ে রাখেন আর স্মৃতি ইরানি মাঝে মাঝে পর্যটকের মত বাংলায় ঘুরতে আসেন।’ এরপরেই স্মৃতি ইরানির অভিনয় পেশাকে টেনে এনে ববি হাকিমের মন্তব্য, স্মৃতি ইরানি এখনও নাটকই করে যাচ্ছেন! প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার প্রিয়াঙ্কার হয়ে পদ্মপুকুর এলাকায় প্রচারে নামতে দেখা যায় দিলীপ ঘোষকেও। বাড়ি বাড়ি লিফলেট বিলি করার পাশাপাশি চায়ের আসরেও তাকে প্রচার করতে দেখা যায়। মমতার পচা কুকুর ফেলে আসার মন্তব্য টেনে তিনি বলেন, পচা মাংস তৃণমূলের কালচার। আগেও রাজ্যবাসীকে ভাগাড়ের মাংস খাইয়েছে এই সরকার। আপাতত উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারত-চীন যুদ্ধে শহীদ সেনাকে শ্রদ্ধা জ্ঞাপন দুবরাজপুরে । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমের বীর সন্তান শহীদ রাজেশ ওরাং-এর স্মৃতির উদ্দেশ্যে দুবরাজপুর রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের পরিচালনায় একদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হল দুবরাজপুর রঞ্জনবাজার স্টেডিয়ামে। খেলার আয়োজক শহীদ রাজেশ ওরাং-এর ভাই বীরেন ওরাং। এদিন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected