লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ হাত শিবিরের। এম ভারত নিউজ

admin

আলাপুজা থেকে লড়বেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল

0 0
Read Time:2 Minute, 50 Second

লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ৩৯ জনের নাম রয়েছে সেই তালিকায়। প্রত্যাশা মতই ওয়েনাড় থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ শশী থারুর কেরলের তিরুবনন্তপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। থারুর কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের সঙ্গে লড়াই করবেন।

রাজনান্দগাঁও থেকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মহাসমুন্দ থেকে প্রাক্তন মন্ত্রী তমরদ্বাজ সাহু এবং ছত্তিশগড়ের কোরবা আসন থেকে জ্যোৎস্না মহন্ত। ডি কে সুরেশ কর্নাটকের বেঙ্গালুরু গ্রামীণ থেকে, কে সুধাকরণ কান্নুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আলাপুজা থেকে লড়বেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। তবে প্রথম দফার তালিকায় সার্বিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়নি। শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন কেসি ভেনুগোপাল। ৩৯ জনের মধ্যে ১৫ জন রয়েছেন জেনারেল ক্যাটাগরিতে। তফশিলি জাতির রয়েছেন ২৪ জন।

প্রথম তালিকায় শুধুমাত্র কেরল, ছত্তিশগড়, কর্নাটক, তেলাঙ্গানা, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় এবং লাক্ষাদ্বীপের আসন থেকে প্রার্থীর ঘোষণা করা হয়েছে।ছত্তিশগড়ের ছ’টি আসন, কর্ণাটকের সাতটি আসন, কেরলের সর্বোচ্চ ১৬টি আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তাছাড়া তেলাঙ্গানার চারটি এবং মেঘালয়ের দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। লাক্ষাদ্বীপ, ত্রিপুরা ও লাক্ষাদ্বীপের একটি করে আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

ঘোষণার পরেই এদিন থারুর বলেন, “আমি সম্মানিত এবং বিনীত যে কংগ্রেস আমাকে আমার আসন রক্ষা করার সুযোগ দিয়েছে, আমি একটি সুষ্ঠু এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অপেক্ষা করছি।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নামাজ চলাকালীন দিল্লিতে পুলিশের লাথি! এম ভারত নিউজ

উত্তর দিল্লির ইন্দরলোক এলাকায় একটি রাস্তায় নামাজ পড়া

Subscribe US Now

error: Content Protected