বিধানসভা নির্বাচন ২০২১,পঞ্চম দফার নির্বাচনে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে এসেছে। নির্বাচন কমিশনের তৎপরতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে। এমনই এক ঘটনার খবর সামনে এল সল্টলেক নয়াপট্টি এলাকায় । আজ রাজ্যের মোট ৬ টি জেলায় ভোট গ্রহণ হতে চলছে ৪৫ টি আসনে। সল্টলেক নয়াপট্টি এলাকায় ভোটকেন্দ্রের সামনে জটলা সরাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত । যদিও এই ঘটনার জেরে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের দলীয় কর্মকর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য স্থানীয় বিদায়ী কাউন্সিলর জয়দেব নস্করের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। নয়াপট্টি একটি বুথের সামনে বেশকিছু লোকজনকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন জয়দেব নস্কর। সেই সভায় সব্যসাচী দত্ত “এরা কারা” বলে জানতে চাইলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এই ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
এবার বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 41 Second