
করোনাকালে আশার আলো। দেশে গত কয়েকদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়েছেন বেশি মানুষ। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিসংখ্যান অনুযায়ী পরপর পাঁচদিন নতুন আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। ২৪ ঘণ্টায় এক লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। একমাসের মধ্যে সংক্রমণ কমেছে বলেই মত স্বাস্থ্য মন্ত্রকের। যদিও প্রত্যেকদিন ১০০০-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনায়।তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃতের সংখ্যা কমছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের। এখনও পর্যন্ত দেশে মোট ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮১.৫৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫০৮ জন। গতকালের থেকে হাজার তিনেক বেশি। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪।

আর তাই বুধবার দেশের সাত রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে দেশের ৬০ জেলার করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে সংক্রমণের বিদ্যুৎ গতি নিয়ে গুজব যাতে না ছড়ায় সেব্যাপারে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।