নিউ নর্মালে আজ দীপান্বিতা কালীপুজো। শক্তিপীঠ ছাড়াও রাজ্যের প্রতিটি জেলাতেই শক্তি আরাধনা তুঙ্গে। যাবতীয় কোভিড বিধি মেনেই পুজোর অনুমতি মিলেছে। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের বন্ধুমহল ক্লাবের পুজো ৩৮ তম বর্ষে পা দিল। এদিন ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক, সভাপতি সহ বিশিষ্টজনেরা। পুজো উদ্বোধনের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এলাকার শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে খুশি প্রত্যেকেই।

অনুষ্ঠানের প্রথমদিকে নিজেকে বেশ হালকা মেজাজে ধরা দেন। সকলের সঙ্গে মিলে ঢাক বাজালেন তিনি। তারপরই মঞ্চে উঠে শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁর পাশে থাকার আহ্বান জানান তিনি। এদিন তিনি বলেন, যা বলতে হয় তা করতে নেই। যা করতে হয় তা বলতে নেই। আমার মাথায় আছে আমায় কী করতে হবে। যথা সময়ে সেটা রামনগরের জন্য আমি করব।’ আরও বলেন, ‘১৯ নভেম্বর, বৃহস্পতিবার রামনগর আরএস ময়দানে আমার একটি মেগা শো আছে। যা বলার সেখানেই বলব
।
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে বেশ চর্চিত শুভেন্দু অধিকারী। দলীয় ব্যানার ছাড়াই জেলার বিভিন্ন প্রান্তে সভা করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, নাম না করে তোপ দাগতেও দেখা গিয়েছে দাপুটে এই নেতাকে। এদিনও পুজো উদ্বোধনে গিয়ে তাঁর পাশে থাকার আবেদন জানান নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারী শুভেন্দু অধিকারী।