0
0
Read Time:1 Minute, 16 Second
দুঃসংবাদ ! এবার ২০২১-এর টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন হিমা দাস । জানা গিয়েছে ,অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার সময় চোট লাগে হিমার । চোটের কারণেই স্পিন্টার হিমা দাস অলিম্পিকের ১০০মি ও ২০০মি ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হারিয়ে ফেললেন। ক্রীড়া মন্ত্রী ‘কিরেন রিজ্জু’ এবং কোচ সহ সাপোটিং স্টাফ সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হিমা তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি সুস্থ হয়ে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। তিনি আরও জানিয়েছেন জীবনের প্রথম অলিম্পিক হাতছাড়া হলেও, দ্রুত চোট সারিয়ে ২০২২-এ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের জন্য জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করবেন।