৩ কৃষি আইন নিয়ে বিরোধীদের পাল্টা তোপ মোদির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

দেশব্যাপী অতি চর্চিত বিষয়গুলোর মধ্যে ৩ কৃষি আইন অন্যতম।গত এক বছর ধরে এই তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন দেশের সমস্ত কৃষকরা। আর সেই প্রতিবাদের প্রেক্ষিতেই দিল্লি সীমান্তে নিজেদের প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। করোনা পরিস্থিতির ভয়াবহতা মাঝেও তাঁদের আন্দোলন থামানো সম্ভব হয়নি। আর এই আন্দোলনে সর্বদাই তাঁদের পাশে যোগদান করেছেন বিরোধীরাও। এমনকি এবারের বাদল অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ চর্চিত বিষয়ের মধ্যে এটি একটি ছিল ,বলেই দাবি করেছেন দেশের শাসক দলের প্রধান। একের পর এক বিরোধী দল তৃণমূল কংগ্রেস , এম সি পি, এস পি এবং কংগ্রেসের তরফ থেকে এই অধিবেশনে ৩ কৃষি আইনকে কেন্দ্র করে সরকারকে তোপ দাগানো হয়েছে। এই সমস্ত বক্তব্যের পাল্টা উত্তর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ কৃষি আইনের বিরোধিতাকে রাজনৈতিক ধোঁকাবাজি বলে দাবি করেছেন তিনি।

দেশের সমস্ত বিরোধী দল গুলোকে আক্রমণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যারা কৃষি আইনের বিরোধিতায় ক্রমাগত সরব হয়েছেন, তাদের দেখলেই অস্বচ্ছতার ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে। এটা রাজনৈতিক ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ‘ নরেন্দ্র মোদির দাবি তাঁদের সরকার মানুষের ইচ্ছাতেই ক্ষমতায় রয়েছে । তা কোনও ভাবেই মেনে নিতে পারছে না বিরোধী দলগুলি। এমনকি আগামী দিনে ক্ষমতায় এলে তাঁরা নিজেরা যে উন্নয়নের কাজ করতেন, সেই একই কাজ করছে বিরোধীরা। তাই তা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না তারা। আর যার জেরে তীব্র বিরোধিতায় একমত হয়েছে প্রত্যেকটি দল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর । এম ভারত নিউজ

ডিভিসির তরফ থেকে ছাড়া ৫ লক্ষ কিউসেক জলে বিভিন্ন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে বারংবার ডিভিসির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বন্যাকে ম্যান মেড বন্যা বলে কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এবার এই বন্যা পরিস্থিতিকেই হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিরোধী […]

Subscribe US Now

error: Content Protected