শুরু হল সওয়াল জবাব, আজই চূড়ান্ত শুনানি ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

নারদা মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ করে শুরু হল উচ্চতর বেঞ্চের সওয়াল-জবাব।হাইকোর্টের নির্দেশকে অবমাননা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। সেই প্রসঙ্গে নারদা মামলায় জড়িত ৪ হেভিওয়েট নেতার আইনজিবি অভিষেক মনু সিঙ্গভি বলেন, ”সিবিআইয়ের এই ভূমিকা আগে দেখা যায়নি, যা ইচ্ছে করছে।” তাঁর পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের তরফের আইনজীবী বলেন, “রাজ্য প্রশাসনের এই ভূমিকাও আগে দেখা যায়নি, মুখ্যমন্ত্রী গিয়ে ধর্না দিচ্ছেন, ঘেরাও করছেন, হুমকি দিচ্ছেন, মন্ত্রীরা গিয়ে বসে আছেন এরকম দেখা যায়নি। এটা চলতে দিলে অন্য জায়গা থেকে দৃষ্টান্ত তৈরি হবে। “

বর্তমানে রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। এই পরিস্থিতিতে প্রযুক্তিগত সমস্যায় পিছিয়ে যেতে পারে শুনানি। তাই সেই প্রসঙ্গে হাইকোর্টের উচ্চতর বেঞ্চের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন,” রাজ্যের সাইক্লোন আছড়ে পড়বে ,প্রযুক্তিগত সমস্যা হতে পারে। আমরা শুনানি কেন পিছিয়ে দেব? ” যদিও পরবর্তীতে এই প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী বলেন,”অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই সুপ্রিম কোর্টে গিয়েছি।গুরুতর অসুস্থ নেতারা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন হাইকোর্ট যা বলবে ,তাই মেনে নেব।” ফলে এই উত্তরের প্রেক্ষিতেই তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে শুনানি প্রক্রিয়া চালু করার অনুমতি দেওয়া হয় পাঁচ সদস্যের এই বেঞ্চের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BIG BREAKING : আজকের মত স্থগিত নারদা মামলার শুনানি । এম ভারত নিউজ

সিবিআইয়ের আর্জিকে খারিজ করে আজই হাইকোর্টের উচ্চতর বেঞ্চে হওয়ার কথা ছিল নারদা মামলার শুনানি। কিন্তু উচ্চতর বেঞ্চে কিছুক্ষণ সওয়াল জবাবের পর বুধবার অবধি নারদা মামলা স্থগিত করলেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। আগামী বুধবারই হাইকোর্টের উচ্চতর বেঞ্চে হবে নারদা মামলার চুড়ান্ত শুনানি।

Subscribe US Now

error: Content Protected