রাজ্য পরিবহণ দপ্তরে ৫৬ টি বাসের জন্য প্রয়োজনীয় টাকা দিয়েও বাস না পাওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ সামিল ১৭ টি সাঁওতাল গণ সংগঠনের যৌথ মঞ্চ ‘সারি ধরম কোড কমিটি’র সদস্যরা। রবিবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর রাইপুর সবুজ বাজারে পথ অবরোধ করে তারা।

কলকাতার রাণী রাসমনি রোডে যৌথ মঞ্চের তরফে যে ‘সারিধরম মহা সম্মেলন’-এর ডাক দেওয়া হয়েছে। সেই সম্মেলনে যোগ দিতে জঙ্গল মহলের রাইপুর এলাকার ৫৬ টি বাসের জন্য পাঁচ হাজার টাকা করে রাজ্য পরিবহণ দপ্তরে আগাম জমা দিয়েছে সংগঠনের সদস্যরা। অভিযোগ, চুক্তি অনুযায়ী বাস গুলি শনিবার দুপুর ২ টো থেকে ৩টের থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রবিবার ভোরে মাত্র ১৪ টি বাস পৌঁছয় বলে অভিযোগ তাদের। প্রতিবাদে সরকারি অসহযোগিতার অভিযোগ তুলে পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের আরও অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ও চক্রান্ত করে ‘সারিধরম মহা সম্মেলন’-এ যেতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫৬ টি বাসের জন্য জমা টাকা ফেরৎ ও ‘সারিধরম’-এর সাংবিধানিক স্বীকৃতিতে রাজ্য বিধানসভায় বিল আনার দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এদিন রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ি। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।