পথ অবরোধে সাঁওতাল সংগঠন, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

রাজ্য পরিবহণ দপ্তরে ৫৬ টি বাসের জন্য প্রয়োজনীয় টাকা দিয়েও বাস না পাওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ সামিল ১৭ টি সাঁওতাল গণ সংগঠনের যৌথ মঞ্চ ‘সারি ধরম কোড কমিটি’র সদস্যরা। রবিবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর রাইপুর সবুজ বাজারে পথ অবরোধ করে তারা।

কলকাতার রাণী রাসমনি রোডে যৌথ মঞ্চের তরফে যে ‘সারিধরম মহা সম্মেলন’-এর ডাক দেওয়া হয়েছে। সেই সম্মেলনে যোগ দিতে জঙ্গল মহলের রাইপুর এলাকার ৫৬ টি বাসের জন্য পাঁচ হাজার টাকা করে রাজ্য পরিবহণ দপ্তরে আগাম জমা দিয়েছে সংগঠনের সদস্যরা। অভিযোগ, চুক্তি অনুযায়ী বাস গুলি শনিবার দুপুর ২ টো থেকে ৩টের থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রবিবার ভোরে মাত্র ১৪ টি বাস পৌঁছয় বলে অভিযোগ তাদের। প্রতিবাদে সরকারি অসহযোগিতার অভিযোগ তুলে পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের আরও অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ও চক্রান্ত করে ‘সারিধরম মহা সম্মেলন’-এ যেতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫৬ টি বাসের জন্য জমা টাকা ফেরৎ ও ‘সারিধরম’-এর সাংবিধানিক স্বীকৃতিতে রাজ্য বিধানসভায় বিল আনার দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। এদিন রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ি। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চক্রান্ত করছে তৃণমূল : দিলীপ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : চক্রান্ত করে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে। রবিবাসরীয় সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এমনই অভিযোগ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নন্দীগ্রামের নতুন বাজারে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল হামলা চালায়। সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য […]

Subscribe US Now

error: Content Protected