0
0
Read Time:1 Minute, 19 Second
নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ
ভাগ্নে টাকা ফেরত না দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন মামা ও মামিমা। আজ সকালে রামপুরহাট থানার জয়রামপুর সেতুর কাছে জাতীয় সড়কের ধার থেকে তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই দুজনের মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি রামপুরহাট বড়জোল গ্রামের বাসিন্দা ভাগ্নে নিরঞ্জন গয়না সহ লক্ষাধিক টাকা নিয়ে যায় মামা ও মামির কাছ থেকে।
মেয়ের বিয়ের জন্য জমানো টাকা না পেয়ে দেনা করে মেয়ের বিয়ে দেন মৃত সোমনাথ মন্ডল। ভাগ্নের কাছ থেকে নিয়ে দেনা মেটানোর কথা ছিল। কিন্তু ভাগ্নে টাকা ফেরত না দেওয়ায় পাওনাদারদের চাপ বাড়ছিল দিন দিন। বাধ্য হয়ে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে তারা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়।