পুরুলিয়ায় বিস্ফোরক নীতিন গড়করি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ সকাল সকাল গিয়ে ভোট দিন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কারেন্ট লাগবে যে তিনি ২ ফুট উপরে উঠে যাবে। তারপর বাংলায় উন্নয়নের বাতি সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে। বুধবার পুরুলিয়ার কোটশিলার জিউদারু ময়দানে বক্তব্য রাখতে গিয়ে এভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই নীতিন গড়করি কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তারপরই বিভিন্ন ইস্যুতে মমতা সহ তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

জনসভা থেকে নীতিন রাজ্যের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে বলেন, “পশ্চিমবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। বাংলার মানুষ আজও দুঃখিত। কৃষকদের কোনও উন্নতি হয়নি। বেকার সমস্যা বেড়েই চলেছে বাংলায়। তাই বাংলায় এবার পরিবর্তন দরকার।” এরপরই তিনি বলেন, “আমরা জাতি-ধর্ম-বর্ণের রাজনীতি করি না। আমরা দেশের মানুষের উন্নয়ন করতে চাই।” তাঁর কথায়, “বিগত ৫০ বছরে বাংলায় যে উন্নয়ন হয়নি, ক্ষমতায় এলে ৫ বছরে বিজেপি তা করে দেখব।”

বাংলায় ২ মে পরিবর্তন হবে বলে জনসভা থেকে আওয়াজ তোলেন তিনি। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “বিধানসভা ভোটে পদ্মফুলই জিতবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। ৩ মে নেতা মনোনীত হয়ে যাবে । আর ৪ মে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে বিজেপি। এটাকে কেউ আটকাতে পারবে না।” এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মন্ত্রী অর্জুন মুন্ডা, সাংসদ সুনীল মণ্ডল, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী হাওড়া লোকাল। বুধবার ৪.৪০ মিনিটে হাওড়া স্টেশন থেকে আমতার উদ্দেশে রওনা দেয় একটি লোকাল ট্রেন। ট্রেনটি বড়গাছিয়া স্টেশন পৌঁছতেই মৃদু ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। দেখা যায় রেলের ট্রাকের পাত কেটে গিয়েছে। ট্রেনটির গতি কম থাকায় ও চালকের […]

Subscribe US Now

error: Content Protected