বলিউডে মাদককাণ্ডে তৎপর
এনসিবি। শনিবার দীপিকা, সারা, শ্রদ্ধা, রাকুলকে দীর্ঘ জেরার পর অভিনেত্রীদের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও, দিনভর জিজ্ঞাসাবাদের পর চার অভিনেত্রীর প্রত্যেকেই দাবি করেছেন, তাঁরা কোনওদিনই মাদক নেননি। তদন্তের স্বার্থে চারজনেরই ফোন নিয়ে নেওয়া হয়েছে। মামলার জট খুলতে এবার প্রথমসারির অভিনেত্রীদের আর্থিক সঞ্চয়ের খতিয়ানের ওপর নজর দিচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, খতিয়ে দেখা হবে ব্যাঙ্কের ডিটেইলস। তবে শনিবারের জেরায় প্রত্যেকেই সুশান্ত মাদক সেবন করতেন না বলেই তদন্তকারীদের জানিয়েছেন। এতেই নিশ্চিত হতে না পেরে আর গভীরে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বলিউড আতঙ্কে, কখন কার ডাক পড়ার পাশাপাশি মাদকাসক্তির জট ছাড়াতে গিয়ে সুশান্তের জন্য ন্যায়বিচারকে বলি হতে হবে না তো? এমন আশঙ্কায় দিন কাটছে অভিনেতার পরিবারের।
চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করল এনসিবি । এম ভারত নিউজ
বলিউডে মাদককাণ্ডে তৎপর
এনসিবি। শনিবার দীপিকা, সারা, শ্রদ্ধা, রাকুলকে দীর্ঘ জেরার পর অভিনেত্রীদের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও, দিনভর জিজ্ঞাসাবাদের পর চার অভিনেত্রীর প্রত্যেকেই দাবি করেছেন, তাঁরা কোনওদিনই মাদক নেননি। তদন্তের স্বার্থে চারজনেরই ফোন নিয়ে নেওয়া হয়েছে। মামলার জট খুলতে এবার প্রথমসারির অভিনেত্রীদের আর্থিক সঞ্চয়ের খতিয়ানের ওপর নজর দিচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, খতিয়ে দেখা হবে ব্যাঙ্কের ডিটেইলস। তবে শনিবারের জেরায় প্রত্যেকেই সুশান্ত মাদক সেবন করতেন না বলেই তদন্তকারীদের জানিয়েছেন। এতেই নিশ্চিত হতে না পেরে আর গভীরে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বলিউড আতঙ্কে, কখন কার ডাক পড়ার পাশাপাশি মাদকাসক্তির জট ছাড়াতে গিয়ে সুশান্তের জন্য ন্যায়বিচারকে বলি হতে হবে না তো? এমন আশঙ্কায় দিন কাটছে অভিনেতার পরিবারের।