বহিরাগতকে চাইনা, তীব্র মন্তব্য নন্দিগ্রামবাসীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

বঙ্গ ভোটের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করার পরেই সর্বোচ্চ উৎসাহের বিষয় ছিল প্রার্থী তালিকা প্রকাশ । বর্তমানে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং জানা গেছে নন্দীগ্রামের তরফ থেকে লড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী।

আজ নিজের কেন্দ্রের সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে সভা করতে চলেছেন তিনি। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে আজ দুপুর তিনটে নাগাদ, নন্দীগ্রামের বটতলায় সভা করতে চলেছেন তিনি। পরবর্তীতে আগামীকাল তমলুকের এসডিওর অফিসে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তিনি।

বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রার্থী হিসেবে প্রথমবার পা রাখতে চলেছে নিজের নির্বাচন কেন্দ্রে। তবে নন্দীগ্রামে আসার আগেই বিপত্তি ঘটলো। ইতিমধ্যেই পোস্টারে তার বিরুদ্ধে বলা হয়েছে, কোনো বহিরাগত নয় নন্দীগ্রাম ভূমিপুত্রকে চাই প্রার্থী হিসেবে ।

লড়াইটা যেহেতু হাড্ডাহাড্ডি, কেউ ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি। সেক্ষেত্রে তৃণমূলের সুপ্রিমোর এই নন্দীগ্রাম সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র উচ্ছ্বাসে সৃষ্টি করেছেন তার দলীয় কর্মীরা। ওদিকে আগামী দিন নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই তিনি ফিরে যাবেন কলকাতায়। তারপরেই দলীয় ইশতেহার প্রকাশ করার কাজে হাত দেবেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রেল অফিস দুর্ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

রেল অফিসে যে বিধ্বংসী আগুনে ৭ জনের মৃত্যু হয়, সে পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া ছাড়াও আর্থিক অনুদানের সহায়তা করার ঘোষণা করেছেন তিনি । শুধু তাই নয় পাশাপাশি রেল মন্ত্রকের ভূমিকার ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকালের ঘটনা ঘটে […]

Subscribe US Now

error: Content Protected