পাখির চোখ আসন্ন নির্বাচন। তার আগে বুধবার নবান্নে একটি ভার্চুয়াল সভায় কর্মসংস্থানের দিশা দেখালেন তিনি। রাজ্যের বানতলা, দিঘা, মেদিনীপুরের মতো একাধিক জায়গায় বিনিয়োগ হচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন মমতা বলেন, “বানতলায় চর্মশিল্পে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানের বিনিয়োগের মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। তাতেও প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। দিঘাতেও নতুন শিল্পে কাজ পাবেন বহু বেকার যুবক-যুবতী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ প্রথম।”
বিদেশি প্রতিনিধিদের আরও একবার বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভায় এদিন উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, জার্মানির উপ-রাষ্ট্রদূত স্টিফেন গাঁরভর ও ইতালির ডি লুকা। তবে নির্বাচনের আগে এভাবে কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগকে ভোটের আগে গুটি সাজানো বলেই মনে করছে বিরোধীরা।
