নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : জল নেই। বাড়িতে জলের লাইন নেওয়া রয়েছে, অথচ তাতে জলের দেখা নেই। আজ ৫ বছর ধরে ৬১ বছর বয়সি কাবেরী চক্রবর্তীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে হয় জল আনতে। শুধু তিনিই নন , জল সংকটে ভুগছেন এরকমই আরও অনেক পরিবার । আর এই পরিস্থিতিতে ভোটের প্রচারের আসা সিউড়ির তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরীর সামনে জ্যারিকেন হাতে জলের জন্য আকুতি বৃদ্ধার। এই বয়সে এক ওয়ার্ড থেকে থেকে অন্য ওয়ার্ডে জল আনতে যাওয়া সত্যি সম্ভব নয় তাঁর পক্ষে। আজ নির্বাচনী সম্প্রচারে বেরিয়েছিলেন সিউড়ি তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী।
প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে হাতজোড় করে অনুরোধ জানান তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। সেই সময়ে সম্প্রচারের পথে রাস্তায় হঠাৎ দেখা হয় কাবেরী চক্রবর্তী নামে এই বৃদ্ধার সঙ্গে। সেখানেই রীতিমতো হাতে ধরে, ভাই সম্বোধন করে অনুরোধ জানান তিনি । বলেন আগামী দিনে ক্ষমতায় আসলে তাঁরা যেন একটু জল পান সেইদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি । আজ এই ঘটনাটি ঘটেছে সিউড়ির ৮ নম্বর ওয়ার্ডে। সাংবাদিকদের সামনে তিনি বলেন ,গত বার যিনি বিধায়ক ছিলেন, তাঁর চেহারা পর্যন্ত দেখেননি , এমনকি নামও জানেন না তিনি । উন্নয়নের নামে কিছুই হয়নি তাঁদের ওয়ার্ডে। এমনকি প্রতিদিনের সাফাই কার্য হয়না ঠিকমত। তাই রীতিমতো অনুরোধ জানালেন এই বৃদ্ধা, আগামী দিনে ক্ষমতায় এলে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে বলেছেন তিনি।